স্যালুট টু ওসমানী: লুৎফুর রহমান

শেয়ার করুন          স্যালুট তোমায় হে বঙ্গবীর আতাউল গণি ওসমানী তোমার নীতি আকাশ সম নাও নি যে তাই পোষ মানি। তোমার রণ কৌশলেতে পেলাম স্বাধীন জাতি যে তুমি-ই ছিলা মুক্তিসেনার একটি আশার বাতি যে। হায় অভাগা দেশটি আমার, তোমার কদর বুঝেনা মৃত্যু এবং জন্ম দিনে তোমাকে কেউ খোঁজেনা। পায়নি শোভা তোমার ছবি সরকারি সব অফিসে যুগে যুগে ছবি ছাড়া আরামসে খায় কফি সে। তুমি তো ভাই কুমার ছিলা কারো বাপ আর স্বামী না তাইতো এখন সবার কাছে তুমি মোটেও দামি না। বাপের ছবি স্বামীর ছবি টাঙানোর ওই রোল আছে দেশের লাগি … Continue reading স্যালুট টু ওসমানী: লুৎফুর রহমান